আয়না

স্বাতী ব্যানার্জী | বৃহস্পতিবার , ১৩ নভেম্বর, ২০২৫ at ৫:১৯ পূর্বাহ্ণ

ঘুম থেকে উঠেই রোজ একটি আয়নায় মুখ দেখি

আয়নাও আমাকেই দেখে

হঠাৎ আয়নায় দেখি অদৃশ্য পৃথিবী যেন

আমার চারপাশে মানুষ গুলো কেমন অচেনা উদ্ভ্রান্ত

যাদের জন্য করি ঋণ কেবলই

সুদসমেত দেই সে শোধ ঢেকে ঢেকে

যাদের এগিয়ে যাওয়ার চেষ্টায় সচেষ্ট অতি

তারাই উন্মাদ সব করছে উল্লাস হয়েছি হতাশ

আয়নায় স্পষ্ট সত্য ভেসে উঠে নিষ্ঠুর চতুর্দিক বিস্তৃত শূন্যতা

এতদিন যা ছিলো আড়াল আমার আশঙ্কা ভয়

মানুষ কখনো বা বড়ই অকৃতজ্ঞ

বুঝলাম অবশেষে লতা নয় সাপ সত্য নয় মিথ্যা

পায়ের তলায় সরে যাচ্ছে মাটিসব

বিশ্বাসের করতলে অবিশ্বাস সে কী?

তোমরা কি কিছু জানো জিজ্ঞেস করছি আমার চোখগুলোকে?

কিছু রহস্য অমিমাংসিত থাকে হয়তো বা

গভীর আয়না নিঃশব্দে দাঁড়ানো একী

আয়নাটার মধ্যে আর আমাকেও খুঁজে পেলাম না।

পূর্ববর্তী নিবন্ধফ্রান্সিস থম্পসন : রহস্যবাদী ইংরেজ কবি
পরবর্তী নিবন্ধশূন্যতায় অবগাহন