হোয়াইটওয়াশ এড়াতে আজ মাঠে নামবে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ৩১ অক্টোবর, ২০২৫ at ৭:২৪ পূর্বাহ্ণ

তিন ম্যাচের টিটোয়েন্টি সিরিজ ইতোমধ্যে হাতছাড়া হয়েছে বাংলাদেশের। এখন নতুন লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ এড়ানো। সেই লক্ষ্যে আজ শুক্রবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। অন্যদিকে গেল বছর ঘরের মাঠে বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশের প্রতিশোধ নিতে চায় ওয়েস্ট

ইন্ডিজ। সন্ধ্যা ৬টায় শুরু হওয়া ম্যাচটি সরাসরি দেখাবে টিস্পোর্টস ও নাগরিক চ্যানেল। ব্যাটিং ব্যর্থতায় চট্টগ্রামে সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে ১৬ রানে হারে বাংলাদেশ। একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচেও ব্যর্থ হয় বাংলাদেশের ব্যাটাররা। ১৪ রানে হেরে সিরিজ হাতছাড়া করে টাইগাররা।

দ্বিতীয় ম্যাচে বংলাদেশ ইনিংসে ডট বল হয়েছে ৫০টি। প্রথম ম্যাচে হয়েছিল ৪৮টি। ডট বল নিয়ে চিন্তায় আছে বাংলাদেশও। ডট বল কমানোর উপায় বাংলাদেশ খুঁজছে বলে জানান ব্যাটার তানজিদ। তিনি বলেন, আমরা যদি ডট বল কম খেলতে পারতামতাহলে হয়তো চাপটা কম হত। কিন্তু আমরা পারিনি। আমাদের খুঁজে বের করতে হবে কীভাবে আরও ডট বল কম খেলে খেলাটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। বোলারদের প্রশংসা করে তানজিদ বলেন, আমাদের বোলিং ডিপার্টমেন্ট বিশ্বমানের। যেকোনো উইকেটে বোলাররা প্রতিপক্ষকে বড় স্কোর করতে দিচ্ছে না। কিন্তু আমাদের ব্যাটারদের ভালো করার সবার সমান দায়িত্ব আছে। ব্যাটিং ইউনিট হিসেবে আমরা আরও ভালো করতে পারি।

জানা গেছেবাংলাদেশ দল আগের দল নিয়েই খেলতে নামবে। দলে খুব পরিবর্তন হবে না। এদিকে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করে প্রতিশোধ নিতে চায় ওয়েস্ট ইন্ডিজ। ২০২৪ সালের ডিসেম্বরে ঘরের মাঠে বাংলাদেশের কাছে তিন ম্যাচের টিটোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল ক্যারিবীয়রা। ঐ হোয়াইটওয়াশের প্রতিশোধ এবার নিতে চায় ওয়েস্ট ইন্ডিজ। দলের ওপেনার আথানাজে বলেছেন, হ্যাঁ, আমরা বাংলাদেশকে হোয়াইটওয়াশ করতে চাই। আমরা কাউকে হালকাভাবে নিচ্ছি না এবং শুক্রবার আমরা সেরাটা দিয়ে চেষ্টা করব। আমরা অবশ্যই এই সুযোগ লুফে নিব।

এখন পর্যন্ত টিটোয়েন্টিতে ২১ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। এরমধ্যে বাংলাদেশের জয় ৮টিতে এবং ওয়েস্ট ইন্ডিজ জিতেছে ১১ ম্যাচে। ২ ম্যাচ পরিত্যক্ত হয়।

পূর্ববর্তী নিবন্ধকাভার্ডভ্যানের ধাক্কায় ২ বাইক আরোহীর মৃত্যু, আহত ১
পরবর্তী নিবন্ধনির্বাচন স্থগিতের ফলে হতাশা নেমে এসেছে