কেডিএস গ্রুপের চেয়ারম্যান ও খলিলুর রহমান ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা শিল্পপতি খলিলুর রহমান বলেছেন, শিক্ষকরা সততা ও নিষ্ঠার সাথে কাজ করে শিক্ষার্থীদের আগামী দিনের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলেন। মেধাবী ও যোগ্য নাগরিক তৈরির মূল কারিগর হলো শিক্ষকরাই। তাদের কঠোর পরিশ্রম ও মেধা দিয়ে শিক্ষার্থীদের মেধাবী জাতি হিসেবে গড়ে তুলেন। তেমনি সুদীর্ঘ ত্রিশ বছর এ কলেজের অধ্যক্ষ আবু তৈয়ব কলেজের জন্য শ্রম দিয়েছেন। সততা ও নিষ্ঠার সাথে অর্পিত দায়িত্ব পালন করেছেন। শিক্ষার্থীদের মানসিক বিকাশে বিভিন্ন উদ্যোগ নিয়েছেন। তিনি শুধু একজন শিক্ষক নন একজন যোগ্য প্রশাসকও বটে। পাশাপাশি দেশ ও সমাজ গঠনে তার লেখালেখি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তিনি গত অক্টোবর পটিয়ার খলিলুর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবু তৈয়বের বিদায় সংবর্ধনায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। কলেজ গভর্নিং বডির সভাপতি মো. ফোরকানের সভাপতিত্বে ও অধ্যাপক সেলিনা আকতার ও অধ্যাপক ভগীরথ দাশের যৌথ সঞ্চালনায় সংবর্ধনা সভায় স্বাগত বক্তব্য দেন, উপাধ্যক্ষ হাসিনা খানম। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন, গভর্নিং বডির সদস্য এড এ কে এম শাহজাহান উদ্দীন, মুজিবুল ইসলাম চৌধুরী, খলিল মীর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মিছবাহ উর রহমান, খলিলুর রহমান মহিলা ডিগ্রি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক জাহিদুর রহমান, অধ্যাপক অভিজিৎ বড়ুয়া মানু, অধ্যাপক এ কে এম শামসুদ্দীন, অধ্যাপক ফাতেমা তৈয়বা, অধ্যাপক মিনাক্ষী দাশ, খলিলুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল ইসলাম সিদ্দিক, খলিল মীর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খুরশীদ আলম, শিশু নিকেতনের অধ্যক্ষ ছোটন নাথ, প্রভাষক মঈনুল আবেদীন তালুকদার, প্রভাষক মো. ইমরান কলেজ শিক্ষার্থী জান্নাতুল মাহিয়া, ফাহমিদা আকতার প্রমুখ।
সভাপতি মো. ফোরকান বলেন, অধ্যক্ষ তৈয়ব শিক্ষার্থীদের পড়ালেখার মান উন্নয়ন ও স্কাউটিংসহ সহপাঠক্রমিক কার্যক্রমে অবদান রেখেছেন। সংবর্ধিত অতিথি আবু তৈয়ব বলেন, কলেজ পরিচালনার ক্ষেত্রে তিনি প্রতিষ্ঠাতা খলিলুর রহমান, গভর্নিং বডির সকল সদস্য, শিক্ষকমণ্ডলী ও স্টাফবৃন্দের যথেষ্ট সহযোগিতা পেয়েছেন। সবার ঐকান্তিক সহযোগিতায় শিক্ষা কার্যক্রমকে এগিয়ে নিতে পেরেছেন। ভবিষ্যতে এই ধারা অব্যাহত থাকবে এমনটা প্রত্যাশা করেন। পববর্তীতে অধ্যাপক বিপ্লব বসুর সঞ্চালনায় সঙ্গীত ও নৃত্য পরিবেশ করেন শিল্পী অধ্যাপক পিন্টু কুমার ঘোষ, শিল্পী হেলাল উদ্দীন, কলেজ শিক্ষার্থী পড়শী দাশ ও মাহফুজা রহমান মিম।











