চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে গাইনী ওয়ার্ডে এসি মেরামতের কাজ করতে গিয়ে বিস্ফোরণে দগ্ধ শওকত নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালের সপ্তম তলায় এসির কাজ করার সময় এসি বিস্ফোরণ হয়ে তিন শ্রমিক দগ্ধ হন। বিকেলে সাড়ে তিনটার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. শওকত নামে এক শ্রমিকের মৃত্যু হয়। তিনি গণপূর্ত বিভাগের আউটসোর্সিং কর্মচারী। শওকত নগরের পতেঙ্গা এলাকার বাসিন্দা বলে জানা গেছে। দগ্ধ অপর দুইজন হলেন মো. মিশকাত ও মো. তানভীর। তারা সবাই পিডিবির আউটসোর্সিং কর্মচারী। চমেক হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালের সপ্তম তলায় এসির কাজ করার সময় এসি বিস্ফোরণ হয়ে এই ঘটনা ঘটে। তাদের মধ্যে একজন সপ্তম তলা হতে নিচে পড়ে যান। দগ্ধ তিনজনের মধ্যে একজন ২ নং ওয়ার্ডে এবং দুইজন ৩৬ নং ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। এদের মধ্যে দগ্ধ মো. শওকত বিকেলে সাড়ে তিনটার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বিষয়টি নিশ্চিত করে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, সকালে এসি মেরামতের কাজ করার সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এসি বিষ্ফোরণ ঘটে। এতে তিনজন শ্রমিক দগ্ধ হন। শুরুতে আহতদের ক্যাজুয়িলিটি ও বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছিল। তাদের মধ্যে দগ্ধ মো. শওকত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। অন্য দুইজন হাসপাতালে বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।