নান্দনিক চট্টলার শরৎ উৎসব

| বৃহস্পতিবার , ২ অক্টোবর, ২০২৫ at ৬:২১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয় শরৎ উৎসব ১৪৩২। নান্দনিক চট্টলার উদ্যোগে গত ৩০ সেপ্টেম্বর এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।নান্দনিক চট্টলার প্রতিষ্ঠাতা ইলিয়াছ রিপনের সার্বিক তত্ত্বাবধায়নে সভাপতিত্ব করেন সংগঠনের প্রেসিডেন্ট ইসমত আরা বেগম। স্বাগত বক্তব্য দেন, সেক্রেটারি ঝুম বৃষ্টি। উপস্থাপনা করেন যারীন সুবাহ্‌। সাংস্কৃতিক আয়োজনের নেতৃত্ব দেন, কণ্ঠশিল্পী মৗ চৌধুরী। উৎসব উদ্বোধন করেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খান।

বিশেষ অতিথি ছিলেন মো. বেলায়েত হাসেন, মাঈনুল ইসলাম মারুফ পাটোয়ারী, এ আর কামরুল ইসলাম, অধ্যক্ষ লায়ন লুভনা হুমায়ুন সুমি। বক্তব্য দেন, কাজী সাহাব উদ্দিন, জসীম উদ্দিন চৌধুরী, কামরুল ইসলাম, আবু তাহের চৌধুরী, মাহবুবুর রহমান সাগর, মো. আব্দুর রাজ্জাক, আফরোজা সুলতানা পূর্ণিমা।

বক্তব্য দেন, শেখ ইমরান হোসেন, লায়ন মাহতাব উদ্দিন, কণ্ঠশিল্পী পলি শারমিন জিনাত আরা বেগম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহালদা নদী রক্ষায় প্রয়োজন সম্মিলিত উদ্যোগ
পরবর্তী নিবন্ধকক্সবাজারে ছিনতাইয়ের শিকার মহেশখালীর যুবক, ছুরিকাহত