গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট অধ্যাপক ডাঃ একিউএম মোহসেন এখন ইউনাইটেড মেডিকেল হসপিটালে

| শুক্রবার , ১৯ সেপ্টেম্বর, ২০২৫ at ১১:০৮ পূর্বাহ্ণ

মাদানী এভিনিউর ইউনাইটেড সিটিতে অবস্থিত দেশের সর্বাধুনিক ও নির্ভরযোগ্য হসপিটাল ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালে ১৫ সেপ্টেম্বর দেশের অন্যতম বিখ্যাত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট অধ্যাপক ডাঃ এ. কিউ. এম. মোহসেন যোগদান করেছেন। ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালের গ্যাস্ট্রোএন্টারোলজি এন্ড লিভার ট্রান্সপ্লান্ট বিভাগের পরিচালক অধ্যাপক ডাঃ মোহসেন, গ্যাস্ট্রোএন্টারোলজি, লিভার ও প্যানক্রিয়াটিক রোগের চিকিৎসায় অসাধারণ দক্ষতা ও বহু বছরের অভিজ্ঞতার কারণে সর্বত্র সুপরিচিত। এমবিবিএস, এফসিপিএস ও এফজিএইচ ডিগ্রিধারী ডাঃ মোহসেন পূর্বে ইউনাইটেড হসপিটাল গুলশান, বারডেম জেনারেল হাসপাতাল ও ইব্রাহিম মেডিকেল কলেজে দায়িত্ব পালন করেছেন।

চিকিৎসক, শিক্ষক ও গবেষক অধ্যাপক ডাঃ মোহসেন রোগ নিরাময়ের ক্ষেত্রে সর্বদা সমন্বিত চিকিৎসা কৌশলের ওপর গুরুত্ব দেন। তার চিকিৎসা দর্শন শুধু তাৎক্ষণিক উপশমে সীমাবদ্ধ নয়; বরং রোগীর দীর্ঘমেয়াদি সুস্থতা ও জীবনযাত্রার মান উন্নয়নের দিকেও সমানভাবে মনোযোগী। লিভারের অধিকাংশ রোগ প্রাথমিক পর্যায়ে সনাক্তকরণ, ওষুধ এবং জীবনধারার পরিবর্তনের মাধ্যমে কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হলেও জটিল পর্যায়ে বিশেষায়িত চিকিৎসা বিশেষত লিভার ট্রান্সপ্লান্ট অপরিহার্য হয়ে ওঠে। অধ্যাপক ডাঃ এ. কিউ. এম. মোহসেন শনি থেকে বুধ, ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালে নিয়মিত রোগী দেখবেন, ফলে হসপিটালটির সেবাদানের মান আরও সমৃদ্ধ হবে। অত্যাধুনিক অবকাঠামো, আন্তর্জাতিক মানের প্রযুক্তি ও নিবেদিত কর্মী নিয়ে সর্বোচ্চ মানসম্পন্ন সেবা দিতে হসপিটালটি সবসময় প্রস্তুত। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন ১৭৬ জন
পরবর্তী নিবন্ধঅস্ত্র আইন মামলায় যুবকের ১০ বছরের কারাদণ্ড