৭৮৬

| সোমবার , ১৫ সেপ্টেম্বর, ২০২৫ at ৭:১২ পূর্বাহ্ণ

অতঃপর তাদের তোমরা হত্যা করো নি, বরং আল্লাহ তাদেরকে হত্যা করেছেন এবং হে মাহবুব! ওই মাটি, যা আপনি নিক্ষেপ করেছেন,

আলকোরানের বঙ্গানুবাদ (৮ : ১৭) সূরা আলআন্‌ফাল।

আল্লাহ ভদ্রতা ও নম্রতাকে ভালবাসেন এবং বিনয়ীকে যাহা দেন, গর্বিতকে তাহা দেন না।

আল হাদীস (আহমাদ)

সব সমস্যার প্রতিকার হচ্ছে ধৈর্য্য ও চেষ্টা।

টমাস ফুলার।

পূর্ববর্তী নিবন্ধআনজুমানের খেদমত ছড়িয়ে পড়েছে সারা পৃথিবীতে
পরবর্তী নিবন্ধবর্জ্য ব্যবস্থাপনায় হয়ে উঠুক রোল মডেল