মানুষের মাঝে তুমি মানুষের উজ্জ্বল প্রতিনিধি
তোমাকে সৃজন করে আমাদের ধন্য করেছে বিধি
তুমি ছিলে সব সভায় আসরে মুখর মধ্যমণি
নিখাদ প্রীতিতে ছিলো ভরপুর তোমার বুকের খনি।
পরকে স্বপ্ন দেখানো স্বপ্ন দেখেছো জীবন প্রাতে
আমাদের তাই জাগিয়েছো তুমি সৃজনের দীপনাতে
মানবিকতার বিশাল জমিন তুমি বেড়িয়েছো চষে
সমাজ হয়েছে আজকে ধন্য তোমার কীর্তি যশে।
তোমার মনের আকাশে জ্বলতো হাসি আনন্দের তারা
তোমার সকাশে আমরা ছিলাম সতত আত্মহারা
সত্য মানুষের মাঝে ছিলে তুমি সুন্দর উদাহরণ
মরণের পরও হৃদিনির্যাসে তোমাকে করছি বরণ।