রোটারি ক্লাব অব চিটাগং রিভার শাইনের বোর্ড ও নিয়মিত সভা ক্লাব সভাপতি রোটারিয়ান তাসকিয়া জহুর চৌধুরীর সভাপতিত্বে গত ১৮ আগস্ট অনুষ্ঠিত হয়। সভায় ক্লাবের বর্তমান ও ভবিষ্যৎ বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা করা হয়।
সভায় বক্তব্য রাখেন রোটারিয়ান রোহেলা খান চৌধুরী, রোটারিয়ান মেসবাহুর রহমান, রোটারিয়ান সানিউল ইসলাম, রোটারিয়ান মুরতুজা বেগম, রোটারিয়ান কাজী মো. আশেকে এলাহী, রোটারিয়ান ডা. এম, এ, করিম, রোটারিয়ান ডা. নাজসোহানী।
উপস্থিত ছিলেন রোটারিয়ান শিলা করিম, রোটারিয়ান মিজানুর রহমান,রোটারিয়ান আজিজুল হক। অতিথি ছিলেন রোটারিয়ান জিয়া উদ্দিন চৌধুরী ও রোটারিয়ান সাব্বির চৌধুরী। ভোট অফ থ্যাংকস প্রদান করেন রোটারিয়ান এ এইচ এম জাহাঙ্গীর। প্রেস বিজ্ঞপ্তি।