যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, অভিবাসীদের ঢল ইউরোপকে শেষ করে দিচ্ছে এবং এর মোকাবেলায় ইউরোপের কার্যকর পদক্ষেপ নেওয়ার সময় এসেছে। খবর বিডিনিউজের।
শনিবার স্কটল্যান্ডে এয়ার ফোর্স ওয়ান থেকে নামার পর টারমাকে সাংবাদিকদের তিনি বলেন, অনেক ইউরোপীয় দেশেরই উচিত এই ভয়াবহ আগ্রাসন থামানো। অভিবাসনের বিষয়ে, আপনাদের এখনই হুঁশে আসা দরকার। এই অবস্থা চললে ইউরোপই আর থাকবে না। আপনাদের দ্রুত ব্যবস্থা নেওয়া দরকার।
ইউরোপে যে ভয়াবহ আগ্রাসন চলছে তা থামাতে হবে, ইউরোপের অনেক দেশেই, মার্কিন প্রেসিডেন্ট এমনটাই বলেছেন বলে এনডিটিভির এক প্রতিবেদনে উঠে এসেছে। ইউরোপে অভিবাসীদের ঢল নিয়ে সতর্ক করা ট্রাম্পের বাবা ফ্রেড ও মা মেরি অ্যান ম্যাকলাউড উভয়েই ইউরোপ থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন। শনিবার মার্কিন এ প্রেসিডেন্ট বলেন, ইউরোপের অনেক নেতা অভিবাসীদের ঢল থামানোর চেষ্টা করছেন, কিন্তু তারা প্রাপ্য সম্মান পাচ্ছেন না।
আমি চাইলে তাদের নাম নিতে পারি, কিন্তু অন্যদের বিব্রত করতে চাই না। এই অভিবাসন ইউরোপকে শেষ করে দিচ্ছে, বলেছেন তিনি। মেক্সিকো সীমান্ত দিয়ে অবৈধ অভিবাসন ঠেকানো নিয়ে নিজের প্রশাসনের সাফল্যের কথাও তুলে ধরেন ট্রাম্প। বলেন, “আপনারা জানেন, গত মাসে আমাদের দেশে কেউ ঢুকতে পারেনি।
অনেক বাজে লোককে আমরা সরিয়ে দিয়েছি। জাতিসংঘের ২০২০ সালের হিসাব অনুযায়ী, সেসময় ইউরোপে আন্তর্জাতিক অভিবাসীর সংখ্যা ছিল ৮ কোটি ৭০ লাখের বেশি। এ বছরের জানুয়ারিতে হোয়াইট হাউজে ফেরার পর ট্রাম্প অভিবাসন বিষয়ে আগের চেয়ে আরও কঠোর হয়েছেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় অভিবাসী ফেরত অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছেন তিনি, যার আওতায় ইতোমধ্যে হাজার হাজার অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তেও হয়েছে। তবে তার এই কঠোর অভিবাসন নীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে প্রতিবাদও চলছে। বিশ্বের যে কোনো দেশের তুলনায় যুক্তরাষ্ট্রেই সবচেয়ে বেশি অভিবাসীর বাস।