চন্দনাইশ পূর্ব বরকল সুন্নীকল্যাণ পরিষদের কারবালা মাহফিল আজ

| শুক্রবার , ১১ জুলাই, ২০২৫ at ১১:৪৫ পূর্বাহ্ণ

চন্দনাইশ পূর্ব বরকল সূন্নীকল্যাণ পরিষদের উদ্যোগে ও পবিত্র আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু স্মরণে শোহাদায়ে কারবালা মাহফিল আজ শুক্রবার চন্দনাইশস্থ পূর্ব বরকল বাহাদুর খাঁন চৌধুরী জামে মসজিদে অনুষ্ঠিত হবে।

এতে প্রধান বক্তা থাকবেন আনোয়ারা চুন্নাপাড়া মুনিরুল ইসলাম ফাযিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা মুহাম্মদ মহিউদ্দিন হাশেমী (মা.জি..)

বিশেষ অতিথি থাকবেন পূর্ব বরকল নাছিম খাঁন জামে মসজিদের খতিব আল্লামা মাওলানা মুহাম্মদ তারিফ ছুফি ও বিশেষ বক্তা থাকবেন পূর্ববরকল বাহাদুর খাঁন চৌধুরী জামে মসজিদের খতিব হাফেজ ক্বারী মাওলানা মুহাম্মদ আবদুল মোমিন।

ঐদিন বাদ আসর খতমে কোরআন শরীফ, বাদ মাগরিব পবিত্র গাউছিয়া খতম, বাদ এশা মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপুষ্টিকর সাপ্লিমেন্টের জন্য লাইনে দাঁড়ানো ৮ শিশু নিহত
পরবর্তী নিবন্ধবান্দরবানে পাসের হার কমলেও বেড়েছে জিপিএ-৫