ছায়া

সৌরভ শাখাওয়াত | বৃহস্পতিবার , ৩ জুলাই, ২০২৫ at ৫:১১ পূর্বাহ্ণ

পরশু রাতে যাত্রা দেখে

একলা বাড়ি ফিরছিলাম,

চাঁদ তারাদের হাসি দেখে

একটু ওদিক থির ছিলাম।

মুক্তপথে হনহনিয়ে

গুনগুনিয়ে গান গেয়ে,

পাঁচপা যেতেই থমকে দাঁড়াই

ঝুমকো লতার টান খেয়ে।

লতার বাঁধন ছাড়িয়ে আবার

হাঁটছি পাখির বোল দিয়ে

গাছম ছম ছম হঠাৎ পাছে

কে যেন কে দোল দিয়ে

আমি যেদিক যাচ্ছি ছুটে

ছুটছে সেদিক বলবো কী?

আঁৎকে উঠি -‘ও বাবারে ’

পা চলে না চলবো কি!

শেষে কাঁদায় হড়াম করে

পিছলে পড়ে পুলটাতে,

দেখছি এ যে ছায়া আমার

লজ্জা পেলাম ভুলটাতে।

পূর্ববর্তী নিবন্ধযখন আমি একলা থাকি
পরবর্তী নিবন্ধমোহনা