মাওলানা মোহাম্মদ আনোয়ারুল ইসলাম

হাটহাজারী প্রতিনিধি | সোমবার , ১৯ মে, ২০২৫ at ৮:১৬ পূর্বাহ্ণ

হাটহাজারীর মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও চারিয়া নজু মিয়া জামে মসজিদ পরিচালনা পরিষদের সভাপতি মাওলানা মোহাম্মদ আনোয়ারুল ইসলাম (৫২) গতকাল রোববার ভোর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহে….রাজেউন)। তিনি স্ত্রী ২ ছেলে, আত্মীয় স্বজন ও অনেক গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল মুহুরীহাট বাজার সংলগ্ন জেবল হোসেন পন্ডিত ঈদগাহ মাঠে বাদ জোহর নামাজে জানাজা শেষে চারিয়া নজু মিয়া জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। তাঁর মৃত্যুতে বিদ্যালয়ের শিক্ষক পরিষদ ও চারিয়া নজু মিয়া জামে মসজিদ পরিচালনা পরিষদ পৃথক পৃথক বিবৃতিতে শোক প্রকাশ করেন ও শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

পূর্ববর্তী নিবন্ধদূরের দুরবিনে
পরবর্তী নিবন্ধকাজী কবির উদ্দিন আহম্মদের ৩০তম মৃত্যুবার্ষিকী আজ