রবিঠাকুরের প্রাণজগৎ

মারজিয়া খানম সিদ্দিকা | বৃহস্পতিবার , ৮ মে, ২০২৫ at ৭:১০ পূর্বাহ্ণ

অনন্ত জীবনে আছে প্রাণ প্রাচুর্য ভরে

প্রকৃতির আবেগী সৌন্দর্য উজাড় করে।

স্বপ্নলোকে যেন অবাধ বিচরণ তার

সোচ্চারে বলীয়ান বৃটিশ রাজ বিরুদ্ধে আবার।

কল্পলোকের অঢেল প্রাচুর্যতায় ‘সোনার তরী’

দীপ্তিময়তায় মন জাগ্রত বেদনায় ভরি।

প্রভাত সঙ্গীতে’ যে ফের বেদনার মুক্তির উল্লাস,

মানসী’ মাঝেই মিলে আলো, প্রেমের সুবাস।

চৈতালী’ হাওয়াতে ‘কল্পনা’তে এলো গান,

গীতাঞ্জলি’ ছিলো অনবদ্য সৃষ্টি মহান।

শান্তি নিকেতনে’ আজও আছেন স্বপ্রাণ অফুরান,

সঙ্গীতে রসনা জীবনভোর করে গেছেন দান।

অবশেষে ওঠেন সম্মানিত চূড়ায় পান নোবেল,

বিশ্বের বুকে অপার চিরন্তন বিচরণ, হোন রুবেল।

পূর্ববর্তী নিবন্ধভালোবেসে
পরবর্তী নিবন্ধভালোবাসা