জ্যোৎস্না রাতে চাঁদ বিভাস গুহ | বৃহস্পতিবার , ১ মে, ২০২৫ at ৫:৫০ পূর্বাহ্ণ ইচ্ছেগুলো মেলুক ডানা প্রজাপতির মত উড়ে বেড়াক ফুলে ফুলে নেচে অবিরত। গাছে গাছে কচি পাতা দখিন হাওয়ায় দুলে ভরা গাঙের ঢেউয়ের দোলা উপচে পড়ে কুলে। স্নিগ্ধ মধুর পরশ আনে জ্যোৎস্না রাতে চাঁদ হৃদয় মনের স্বপ্নগুলো বাড়িয়ে দেয় হাত।