ইয়েমেনের উত্তর–পশ্চিমের সাদায় আফ্রিকান অভিবাসনপ্রত্যাশীদের রাখা একটি আটক কেন্দ্রে যুক্তরাষ্ট্রের হামলার পর ৬৮টি মৃতদেহ উদ্ধারের খবর দিয়েছে হুতি পরিচালিত আল মাসিরাহ টিভি। খবর বিডিনিউজের।
সোমবার এক প্রতিবেদনে মার্কিন হামলায় ৪৭ জন আহত হয়েছে বলেও জানিয়েছে তারা। সাদা হুতিদের অন্যতম শক্ত ঘাঁটি, এর আগেও সেখানে যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছিল। রোববার রাতে হামলার সময় আটক কেন্দ্রটিতে ১১৫ আফ্রিকান অভিবাসী ছিলেন বলে ইয়েমেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
আহতদের মধ্যে অনেকের অবস্থাই গুরুতর বলে জানিয়েছে মাসিরাহ টিভি। তাদের দেওয়া এক ভিডিও ফুটেজে বিধ্বস্ত একটি ভবনের ধ্বংসস্তূপে একাধিক মৃতদেহ ঢাকা দেখা গেছে, জানিয়েছে বিবিসি।