কোথাও কোনো আলো দেখি না
পৃথিবী এখন অস্থির
আলো–আঁধারের খেলা সবখানে।
কোনোকিছু আশা করতে পারি না
অনেকটা স্বপ্ন–আশাহীন জীবন এখন,
ইচ্ছেরা সব বন্দী বুকের খাঁচায়
হৃদয়ের কথাগুলো নৈঃশব্দের
আঁধারে করে রোদন।
কোথাও কোনো আলো দেখি না
অনিশ্চিত জীবন —
ত্রাসের ছায়া গ্রাস করছে ক্রমশ
জীবনের মহোৎসব,
এমন তো হওয়ার কথা ছিলো না!
মায়া–মমতা–ভালোবাসা দিয়ে গড়া
সুখের নীড়ে এখন শোকের পিদিম জ্বলে।