তুমি ভালোবাসলে

রেখা নাজনীন | বৃহস্পতিবার , ২০ মার্চ, ২০২৫ at ৭:০৮ পূর্বাহ্ণ

তুমি ভালোবাসলে এখনো সুন্দর হয়ে উঠি

এখনো ভালো থাকি, ভালোলাগায়

এখনো বেঁচে উঠি প্রাণপ্রাচুর্যে।

এখনো স্বপ্ন বুনি তারায় তারায়!

তুমি সাহস হলে এখনো প্রতিবাদী হই

প্রতিরোধের মিছিলে দিই দৃপ্ত শ্লোগান!

ভালোবাসার নদী হও যদি

এখনো বৈঠা হাতে আমি হই নির্ভীক মাঝি

বিরুদ্ধ বাতাসেও বেয়ে যাই স্বপ্নের সাম্পান!

তুমি ছুঁয়ে দিলে আলতো পরশে

এখনো সুবাসিত কলিরা ফোটে মনের কুঞ্জে

পাখিরা মেলে ডানা আকাশের নীলে!

তুমি রঙ হলে

আঁকা হয় মোনালিসা হাসি ঠোঁটের ক্যানভাসে

রঙধনু ছড়ায় প্রেম মাধবী বাতাসে।

তুমি পাশে থাকলে

এখনো মনোযোগী হই নির্মাণে

এখনো প্রতিশ্রুত হই সৃজনে

তোমার অবহেলায়

ঘুটঘুটে আঁধার নামে বিষণ্ন নগরে।

মন খারাপের বিবর্ণ সুর ভাসে অলিতে গলিতে!

তুমি আমার সুখ পৃথিবী, দুঃখ দহনজ্বালা,

কান্না হাসির আড়ালে আড়ালে গাঁথা জীবনমালা।

পূর্ববর্তী নিবন্ধবিয়োগ ব্যথার কয়েকটা দিন
পরবর্তী নিবন্ধমাহে রমজানের ইফতার: ত্যাগের মহিমা ও বিশ্ব ঐতিহ্যের অপূর্ব সমন্বয়