মাদারবাড়ী মাতৃছায়া একতা সংঘের ফুটসাল ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

| রবিবার , ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ at ৯:০৬ পূর্বাহ্ণ

মাদারবাড়ী মাতৃছায়া একতা সংঘ আয়োজিত ৭ম বারের মতো আন্তঃ ফুটসাল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী শুক্রবার সন্ধ্যায় স্থানীয় মাঠে অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় মনিয়া একাদশ ২০ গোলে ইউস স্মৃতি সংসদকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। চ্যাম্পিয়ন দল ট্রফিসহ নগদ ২৫,০০০ টাকা, রানাস আপ দল ট্রফিসহ নগদ ১৫০০০ টাকা প্রাইজমানি লাভ করে। মাদারবাড়ী মাতৃছায়া একতা সংঘের সভাপতি মোহাম্মদ রুবেলের সভাপতিত্বে মোহাম্মদ আরমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন সাবেক সিজেকেএস কাউন্সিলর সালাউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক আলমগীর হোসেন রনি,চট্টগ্রাম জেলা ফুটবল একাডেমি এসোসিয়েশনের সদস্য নুর জাহেদ বাবলু। অনুষ্ঠানে অতিথি ছিলেন জাহিদ হাসান শোভন, ইসমাইল হোসেন, মোহাম্মদ বশির, অলিউল ইসলাম, মোহাম্মদ আলম, মোহাম্মদ শাহাজাহান,মোহাম্মদ রুবেল, মোহাম্মদ খোরশেদ আলম। সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন এরশাদ, নুরুউদ্দিন, সবুজ, পারভেজ, আবুল হোসেন,সোহেল, আনোয়ার, নুর নবী, মোহাম্মদ রবিন, মোহাম্মদ মুন্না, ফারুক, সজল, মনির, রোহান, রুবেল, সবুজ, আরমান, জাকির।

পূর্ববর্তী নিবন্ধসিসিপিএ’র উদ্যোগে ফ্রি স্টাইল দাবা টুর্নামেন্ট
পরবর্তী নিবন্ধঅজয় ফিজিক্যাল কারাতে স্কুল এন্ড কলেজে বেল্ট প্রদান