এপিক হাদি ক্যাসেল প্রকল্পের হস্তান্তর অনুষ্ঠান

| বুধবার , ১২ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:৪৮ পূর্বাহ্ণ

এপিক প্রপার্টিজের ৬৫ তম আবাসন প্রকল্প গ্রাহকদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে। এই উপলক্ষে গত ৯ ফেব্রুয়ারি নগরীর নবাব সিরাজউদদ্দৌলা রোডস্থ এপিক হাদি ক্যাসেল প্রকল্পে অনুষ্ঠিত হয় এপিক সিগনেচার নাইট। এপিকের সিগনেচার প্রকল্পগুলোর মধ্যে অন্যতম এ প্রকল্পে রয়েছে ৫৪ টি আধুনিক মানের সুযোগ সুবিধা সম্বলিত অ্যাপার্টম্যান্ট। সঠিক সময়ে গুণগত মান ও ডিজাইন ঠিক রেখে প্রকল্প হস্তান্তরে এ প্রতিষ্ঠান দীর্ঘ ২৩ বছর যাবত সুনামের সাথে কাজ করে যাচ্ছে। অনুষ্ঠানে প্রকল্পটির ভূমি ও ফ্ল্যাট মালিকগণের উপস্থিতিতে এপিক প্রপার্টিজ প্রকল্পটির রেপ্লিকা চাবি প্রদানের মাধ্যমে আনুষ্ঠিকভাবে হস্তান্তর প্রক্রিয়া শেষ করেন।

অনুষ্ঠানে উপস্থিত প্রকল্পের নব নির্বাচিত উপদেষ্টা কমিটির আহ্বায়ক সৈয়দা ফাতেমা নার্গিস বলেন, এপিক, রিয়েল এসেস্ট ডেভেলপার হিসাবে বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান। সেই বিবেচনায় আমরা ভূমি মালিকগণ এপিকেই আস্থা রেখেছিলাম। এপিক আমাদের সেই আস্থার জায়গাটা সমুন্নত রেখেছে। কথা আর কাজের মিল রাখার জন্য তিনি এপিকের ম্যানেজমেন্টের ভূয়সী প্রসংশা করেন।

এসময় এপিক প্রপার্টিজের পরিচালক প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, আমরা সবসময় গ্রাহকের চাহিদা ও স্বপ্নের বাস্তবায়নের কথা মাথায় রেখেই প্রকল্প নির্মাণের কাজে হাত দেই। যথাসময়ে সঠিক মানের আধুনিক ডিজাইন নিশ্চিত করা এপিক ম্যানেজমেন্টের মূল লক্ষ্য। তারই ধারাবাহিকতায় এই প্রকল্পটি আমরা বুঝিয়ে দিতে পেরেছি। অনুষ্ঠানে অন্যান্য ভূমি ও ফ্ল্যাট মালিকগণের সাথে বিশেষ অতিথি ছিলেন এশিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম এ সালাম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআনজুমানে আশেকানে মোস্তফা (দ.) ট্রাস্টের প্রস্তুতি সভা
পরবর্তী নিবন্ধফিনলে সাউথ সিটি শপিং মলে প্রথম র‌্যাফেল ড্র