প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের উদ্যোগে ‘প্রেজেন্টেশন এন্ড পারফরম্যান্স ডে’ সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। ‘ইংলিশ পয়েট্রি এন্ড ড্রামা: আঠারো শতক’ কোর্সের অংশ হিসেবে ৪০তম ব্যাচ (ষষ্ঠ সেমিস্টার)-এর শিক্ষার্থীরা তাদের সৃজনশীলতা, সাহিত্য বিশ্লেষণ এবং নাট্য পরিবেশনায় দক্ষতা প্রদর্শন করেন। সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলমান এই আয়োজনের মধ্যে ছিল নাট্য পরিবেশনা, পোস্টার প্রদর্শনী এবং একটি বিশেষ কেক কাটার অনুষ্ঠান, যা একাডেমিক পরিবেশে আনন্দের মাত্রা যোগ করে। অনুষ্ঠানের অন্যতম সংগঠক এবং কোর্স ইন্সট্রাক্টর সহযোগী অধ্যাপক জনাব রফিকুল ইসলাম শিক্ষার্থীদের উৎসাহ ও নিষ্ঠার প্রশংসা করেন এবং এই ধরনের কার্যক্রমের মাধ্যমে সাহিত্যচর্চায় নতুন মাত্রা সংযোজনের গুরুত্ব তুলে ধরেন। নাট্য পরিবেশনার পর একটি আনুষ্ঠানিক পর্বে বিশেষভাবে কেক কাটার আয়োজন করা হয়। এটি শিক্ষার্থীদের পরিশ্রম ও সাফল্য উদযাপনের এক বিশেষ মুহূর্ত হয়ে ওঠে। এরপর ‘পোস্টার প্রেজেন্টেশন সেশন’ অনুষ্ঠানে ৪০তম ব্যাচ (ষষ্ঠ সেমিস্টার)-এর শিক্ষার্থীরা তাদের গবেষণা ও সৃজনশীল চিন্তাধারা উপস্থাপন করেন ‘ওয়াল প্রেজেন্টেশনস’–এর মাধ্যমে। দি ফেনোমেনা–সহ অন্যান্য গ্রুপ আঠারো শতকের সাহিত্য ও তার ভাবধারার ওপর গবেষণাধর্মী পোস্টার প্রদর্শন করে। শিক্ষকরা শিক্ষার্থীদের গবেষণার গভীরতা, উপস্থাপনার সৃজনশীলতা এবং তথ্যসমৃদ্ধ উপস্থাপনার প্রশংসা করেন। প্রেস বিজ্ঞপ্তি।