বোয়ালখালী চরণদ্বীপ আমিনুল হক হারভাংগিরী শাহ (ক.) এর ওরশ শরীফ ২১ জানুয়ারি অনুষ্ঠিত হয়। হারভাংগিরী দরবার শরীফের পীরজাদা ছৈয়দ মোহাম্মদ মিঞা শাহ হারভাংগিরীর ছদারতে ওরশ মাহফিলে উপস্থিত ছিলেন দরবারের শাহজাদা ছৈয়দ রহমান মিঞা হারভাংগিরী, শাহজাদা মৌলানা ছৈয়দ আহমেদ মিঞা হারভাংগিরী, জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদরাসা গভর্নিং বোর্ডের চেয়ারম্যান আলহাজ্ব ইয়াহিয়া মো. মহসিন, চন্দনাইশ রহমানিয়া দরবারের শাহজাদা গোলাম মওলা, হাওলাপুরী দরবারের শাহজাদা মনির আকবরী, লায়ন মো. আবু নাসের রনি, শফিউল বশর, মৌলানা আবু আহমেদ আজহারী, দৈনিক আজাদীর সার্কুলেশন ম্যানেজার হাফেজ আব্দুল ওয়াহেদ, ইমদাদুল হক শাহীন ও মো. আসিফ প্রমুখ। মাহফিলে বিভিন্ন জেলা থেকে আগত অসংখ্য ভক্ত মুরিদানগণ অংশ নেন। মাহফিলে দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাত পরিচালনা করেন পীরজাদা সৈয়দ মো. মিঞা শাহ হারভাংগিরী। প্রেস বিজ্ঞপ্তি।