পাতা ঝরার শব্দ শুনি বুকের ভেতর
চলতে গিয়ে থমকে দাঁড়াই কাঁপে অধর
অলিগলি খুঁজতে থাকি পাগল হয়ে পুরো শহর
তোমার জন্য কষ্ট বুকে ভীষণ কাঁদায় অষ্টপ্রহর
শুকিয়ে গেছে বকুল বেলি প্রিয় টগর
এখন আমি বদলে যাওয়া কঠিন পাথর
এড়িয়ে চলি গল্পআড্ডা আলোর আসর
এক জীবনে তুমিই আমার দুঃখ দেয়া বিশাল সাগর।