আহ্বান

শাহানা ইসলাম | বৃহস্পতিবার , ১৬ জানুয়ারি, ২০২৫ at ৯:০২ পূর্বাহ্ণ

তুমি কি যাবে আমার সনে ঐ কাশের বনে?

যেখানে ভাসে পেঁজা তুলো মেঘ সারস শঙ্খচিল!

যাবে কি সখা সুদূরে?

বাঁশরিয়া যেথায় সুর তুলে, যেখানে বয়ে চলে পালতোলা নৌকা,

জলে হাসে পদ্ম, বাতাসে ভাসে মর্মর শব্দ।

পাহাড়ের বুক চিরে নামে জলধারা

তুমি আমি দুজনে ভিজিব আকুল প্রাণে

এসো হে প্রিয় অধরাপাহড়ের পাদদেশে

সেদিন খেলা করেছিল ঢেউ, নিস্তব্ধ প্রান্তরে ছিল না কেউ!

বালুচরে বাঁধা ছিল কুঁড়েঘর, বালির বুকে ফুটেছিল বুনোফুল

আকাশের বুকে ছিল হরেক রঙের মেঘ,

রঙ ধনু ছিল তার পাঁজরে গাঁথা

কেন যেন বারে বারে মনে হল শুধু তোমার কথা!

দূর বহুদূর হতে ভেসে এসেছিল পাল তোলা এক নৌকা।

মনে হল এই বুঝি কি হল তোমার আমার দেখা!

জীবনের পথ ধরে হাঁটছি, আর ভাবছি

গন্তব্য আর কতদূর?

ক্লান্তি বিষাদ বিভেদ পেরিয়ে হবে সোনালি আলোর ভোর

আলোর জলে করিব স্নান গেয়ে জীবনের জয়গান!

পূর্ববর্তী নিবন্ধহৃদয়ের একুল ওকুল
পরবর্তী নিবন্ধআবার ফিরে পেতে ইচ্ছে করে