হাটহাজারীস্থ বুড়িশ্চর জিয়াউল উলুম কামিল মাদরাসায় বিজয় দিবসে উদযাপন মাদরাসা মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দিন। সিনিয়র শিক্ষক মোহাম্মদ নাছির উদ্দিনের সঞ্চালনায় শিক্ষার্থী মোহাম্মদ এমরান হোসাইনের কোরআন তেলাওয়াত ও নাতে রাসূল (দ.) পরিবেশনায় সভায় বক্তব্য দেন, মাওলানা কাজী আ ন ম মনজুর হায়দার সিদ্দিকী, শেখ ফয়েজুল্লাহ আহমদ, মনজুরুল কাদের, মাওলানা ফরিদুল হক চৌধুরী, মাওলানা আবু তাহের ফারুকী, মাওলানা সাঈদুল ইসলাম পাটোয়ারী, মাওলানা শওকতুল ইসলাম, মাওলানা আবদুন নুর, রুহুল কাদের চৌধুরী, আবু হেনা মুহাম্মদ সৈয়দ নূর, পেয়ার মোহাম্মদ, মাসুদ পারভেজ, মিজানুর রহমান, ছালেহা বেগম, মাওলানা রাশেদুল ইসলাম চৌধুরী, সানজিন মাহামুদ, মাওলানা মুহাম্মদ মাসউদ, মাওলানা মিসবাহ উদ্দিন, ক্বারী ফরিদুল হক, মাওলানা সৈয়দুল করিম তাহেরী, মাওলানা কামাল উদ্দিন, দিলদার ফারুক, সৈয়দ ফোরকান উদ্দিন, নূর সোলাইমান প্রমুখ। শেষে মোনাজাতের মাধ্যমে সভা সমাপ্ত ঘোষণা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।