ত্বম্বিয়া খাতুন

| শুক্রবার , ২০ ডিসেম্বর, ২০২৪ at ৬:৪৯ পূর্বাহ্ণ

দক্ষিণ মধ্য হালিশহর ৩৮নং ওয়ার্ডের বরখাঁন পাড়া এবং হযরত ফজু শাহ (রঃ) বাড়ি নিবাসী মরহুম আব্দুল রাজ্জাকের বড় মেয়ে মোছাঃ ত্বম্বিয়া খাতুন গত মঙ্গলবার সন্ধ্যায় ৫ টা ১৫ মিনিটের সময় নগরীর মা ও শিশু হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিলাহিরাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬। মরহুমা ৪ পুত্র, ৫ কন্যা ও আত্মীয়স্বজনসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমার জানাজার নামাজ ঐদিন রাতে হাজী আব্দুল আজিজ মালুম জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। জানাজার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। মরহুমার মৃত্যুতে হযরত সামসুল ওলামা মৌলভী নাদের আলী শাহ (রঃ) ওরশ উদযাপন কমিটির প্রধান মোতওয়াল্লীএম. মহসীন মুরাদ গভীর শোক প্রকাশ করেছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপারুল দাশ
পরবর্তী নিবন্ধআজ সদারঙ্গের দ্বিমাসিক শাস্ত্রীয় সঙ্গীতানুষ্ঠান