হাওয়া ঘুমে আজ তুলতুলে মেঘ ঝিরিঝিরি গান ঝর্ণা
পড়শি মেয়ের ডাক পেয়ে খুশি সবুজ পাতার কন্যা।
সোনারোদে হাসে সূর্যকুমার শোনায় আলোর গান
কোন অচিনের হঠাৎ দেখায় আনচান করে প্রাণ।
মেঠো পথে চলে গাঁয়ের কিশোরী, দুখানা বেণীর ঝলকে
রাখাল বালক মাঠের পানে যায় ছুটে এক পলকে।
আকাশে, আকাশে নীলচে কবিতা প্রকৃতির কানামাছি
পাওয়া না পাওয়ার দোলাচলে আজ
তুমি আছো আমি আছি।