গণমানুষের দুয়ারে

মোহাম্মদ ইসমাইল | বৃহস্পতিবার , ১৯ ডিসেম্বর, ২০২৪ at ১০:৩৮ পূর্বাহ্ণ

গণমানুষের দুয়ারে আমি হাঁটু গেড়ে বসে আছি।

আমার আজন্ম কালের ইতিহাস,

আমার সফলতা বিফলতা সবটাই

তাই তাদের সাথে শেয়ার করে বাঁচি!

আমি গণমাধ্যমের দলে ছিলাম না কোনকালে?

গণসংহতির গণজোয়ার নিয়ে আমার কলমটা যেন

তাই সবসময় শুধু তাঁহাদেরি কথা বলে!

বিপ্লব ছাড়া প্রেম কখনো হয় না সুন্দর;

গণমানুষের গণজাগরণ নিয়ে আমার এ

কবিতার কথাগুলো তাই বেঁচে থাকুক: সে নিরন্তর!

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশের অপার রূপে
পরবর্তী নিবন্ধপ্রেম ও প্রকৃতি