প্রেম নয় কেবল ছিবুড়ি কিংবা
দাড়িয়াবান্ধা খেলা;
যে চোখ বন্ধ করে ছুঁয়ে দিলেই হয়!
শুধু তুলির মতো আঙুলের স্পর্শেই
আঁকা হয় না প্রেমচিত্রের অমর শিল্প;
রং রূপ গন্ধের পূর্ণ আস্বাদনেই শুধু
লেখা হয় না প্রেমের মহাকাব্য।
প্রেম মানে তুমি আমার মতো
কিংবা, আমি তোমারই মতো
তুমি আমি একে অপরের প্রতিবিম্ব।
হিংসামুক্ত প্রেমের স্পর্শে
জেগে উঠবে সব জীবন্মৃত।..