পাপিয়া সারোয়ার লাইফ সাপোর্টে

| বৃহস্পতিবার , ১২ ডিসেম্বর, ২০২৪ at ৬:৫২ পূর্বাহ্ণ

একুশে পদকজয়ী রবীন্দ্রসংগীত শিল্পী পাপিয়া সারোয়ারের অবস্থা সংকটাপন্ন। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। চিকিৎসকের বরাতে তার স্বামী সারোয়ার এ আলম গতকাল বুধবার রাত ৮টায় বলেন, পাপিয়া এখন লাইফ সাপোর্টে আছে। জীবনমৃত্যুর সন্ধিক্ষণে। আমরা আত্মীয়স্বজন সবাই আছি হাসপাতালে। আমার মেয়ে বিদেশ থেকে এসেছে। এখন আমরা অপেক্ষায় আছি। ২০২১ সালে একুশে পদকপ্রাপ্ত এই শিল্পী তিন বছর ধরে ক্যান্সারে আক্রান্ত। দেশ ও বিদেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। খবর বিডিনিউজের।

দর্শকশ্রোতার কাছে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া ‘নাই টেলিফোন নাইরে পিয়ন নাইরে টেলিগ্রাম’ গানের শিল্পী পাপিয়া সারোয়ারের খ্যাতি রবীন্দ্রসংগীতে। আধুনিক গানেও তিনি পরিচিত। ২০১৩ সালে বাংলা একাডেমি থেকে রবীন্দ্র পুরস্কার পান। ২০১৫ সালে বাংলা একাডেমি ফেলোশিপ লাভ করেন। চলতি বছর চ্যানেল আইয়ের আয়োজনে রবীন্দ্র মেলায় পাপিয়া সারোয়ারকে আজীবন সম্মাননা দেওয়া হয়। তাঁর জন্ম বরিশালে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিজ্ঞান বিভাগের ছাত্রী ছিলেন। ভারত সরকারের বৃত্তি নিয়ে ১৯৭৩ সালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রসংগীতে ডিগ্রি নিতে যান। তার আগে তিনি ১৯৬৬ সালে ছায়ানটে ওয়াহিদুল হক, সনজীদা খাতুন এবং জাহেদুর রহিমের কাছে এবং পরবর্তীতে বুলবুল ললিতকলা একাডেমিতে সংগীতদীক্ষা নেন। তার দুই মেয়ের মধ্যে জারা সারোয়ার থাকেন যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে। আর ছোট মেয়ে জিশা সারোয়ার থাকেন কানাডায়।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশে অস্ত্র ঠেকিয়ে খামারির ৬ গরু ও স্বর্ণালঙ্কার লুট
পরবর্তী নিবন্ধআঞ্জুমান মুফিদুল ইসলাম, চট্টগ্রামের ৪৪ তম বার্ষিক সাধারণ সভা