এ বি এম ওয়াদুদ উল্ল্যাহর ইন্তেকাল

| সোমবার , ২ ডিসেম্বর, ২০২৪ at ১০:২৭ পূর্বাহ্ণ

এম এম ইস্পাহানি লিমিটেডের প্রাক্তন উপদেষ্টা ও পরিচালক খুলশী হিলস আর/এ সানমার গ্র্যান্ড করিমের বাসিন্দা এ বি এম ওয়াদুদ উল্ল্যাহ (৮৬) গত শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহেরাজেউন)। তার নামাজে জানাজা আজ ২ ডিসেম্বর সকাল ১০টায় খুলশী মসজিদে অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে তিনি এক পুত্র ও কন্যা সন্তান সহ বহু আত্মীয় স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন। তিনি বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের প্রাক্তন চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এছাড়া, তিনি রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২৮২, বাংলাদেশের গভর্নর হিসেবেও দায়িত্ব পালন করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশাহছুফি এম কে ঈছা আহমদ নকশাবন্দীর (রহ.) ওরশ
পরবর্তী নিবন্ধগৌতম বুদ্ধের অভিধর্ম ত্রিপটকের পুণাঙ্গঁ অভিধর্ম পাঠের উদ্বোধন