তুমি পেয়েছো দীর্ঘশ্বাস ফেলার স্বাধীনতা
পেয়েছো চোখের জল নিভৃতে ঝরতে দেওয়ার স্বাধীনতা।
তোমার প্রেম তোমাকে তৈরী করে দিয়েছে
চিরসবুজ তোমারই হৃদয়কে মরুভূমির মতো।
দিয়েছে জমাট বাঁধা কষ্টগুলো দুঃখের দহন–দাহ
আর বেদনার গাঢ় নীল দাগ
ঘষে ঘষে তোলার বেহিসেবী সময়।
নিষ্ঠুরতার নানা আয়োজনে আমন্ত্রণ জানিয়ে রেখেছে,
তুমি সেখানের চিরকালের অতিথি।
তুমি আর কী কী স্বাধীনতা চাও?
কোন স্বপ্নের প্রসন্নতায় আছন্ন তুমি, সেসব ভুলে যাও।
স্বপ্নেরা ফিরে গেছে দুঃস্বপ্নের ঠিকানায়
হৃদয় গহীনে যতো আগুন – উত্তাপ
নিজ দায়িত্বে নিভিয়ে দাও বা জ্বলতে দাও
কোন আনন্দঘন সময়ের অপেক্ষা করছো!
বহমান সময়ের গতিতে জীবন তুচ্ছতর
যদি পারো, পূর্ব থেকে পশ্চিমে চোখ রাখো
বিভ্রান্তি দূর করো, স্বাধীনতা চিনে নাও।