সমুদ্র অতল তল থেকে
ফুঁসে ওঠে জ্যোৎস্নার শরীর,
কুয়াশার ব্যাকুল শয্যায়
প্রত্যাশার ধূম্রজালে পোড়ে
ঘাসের মুকুল।
কিছু তার দিতে চায় সবটুকু পেতে
ঘাসের কোমল বুকে
শিস দেয় চেনা কোনও পাখি
ঢেউ তুলে ঘনবন জলের উচ্ছ্বাসে।
স্বপ্নাতুর আলিঙ্গনে আশ্চর্য অনল
নিষিক্ত নতুন জলে প্রাণের স্পন্দন
সবুজে সবুজে ভরে নিসর্গের কোল
তীব্র প্রেমে বুঝি কেবল রক্তক্ষরণ।
ডালপালা বেড়ে ওঠে উড়ে যায় দূরে।
ছুঁয়ে যায় আকাশের নীল
ছুঁয়ে যায় জ্যোৎস্নার শরীর।