তোমার আমার সবার আশফাকুর রহমান বিপ্লব | রবিবার , ২৮ জুলাই, ২০২৪ at ১০:৩০ পূর্বাহ্ণ কোটার বেলুন ফোলা ছিলো বেশি সুঁই নিয়ে ওঁৎপাতা সেই ভীনদেশী আমি কে তুমি কে বলে নি কো যারা তারাই রক্তে ভেসে গেলো মারা। রাজা!! কার? তোমার আমার সবার। উসকালো কারা চাইনিকো এই দেশ রাজাকার যারা। রাজাকার সুইঁ না পাকি তুই!!