জন্মাষ্টমী উদযাপন পরিষদ–বাংলাদেশ, কেন্দ্রীয় কমিটির সাধারণ সভা গত ১০ জুলাই নগরীর রহমতগঞ্জস্থ পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। পরিষদের সভাপতি শিল্পপতি সুকুমার চৌধুরীর সভাপতিত্বে (ভার্চুয়াল) সভায় স্বাগত বক্তব্য দেন, সাধারণ সম্পাদক প্রকৌশলী প্রবীর কুমার সেন। পরিষদের সাবেক যুগ্ম–সম্পাদক প্রকৌশলী আশুতোষ দাশের সঞ্চালনায় সভার শুরুতে পবিত্র গীতা থেকে পাঠ করেন অ্যাড. সলিল কান্তি গুহ। সভায় পরিষদের প্রয়াত সদস্যদের আত্মার শান্তি কামনায় এক মিনিট দাঁড়িয়ে প্রার্থনা করা হয়। সভায় বিগত জন্মাষ্টমী ও রাস উৎসবের হালনাগাদ হিসাব উপস্থাপন করেন সাবেক অর্থ সম্পাদক রতন আচার্য্য এবং তা সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। সভায় আগামী ১৯ জুলাই সকাল ১০টায় জে এম সেন হলে পরিষদের কেন্দ্রীয় দ্বি–বার্ষিক সম্মেলন আয়োজনে সিদ্ধান্ত গৃহিত হয়। সভায় আসন্ন সম্মেলন ও সাংগঠনিক বিষয়ে বক্তব্য দেন, পরিষদের সাবেক সভাপতি দেবাশীষ পালিত, সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. তপন কান্তি দাশ, অ্যাড. চন্দন তালুকদার, বিমল কান্তি দে, সমাজসেবক দিলীপ কুমার মজুমদার, সাবেক কার্যকরী সভাপতি ডা. মনোতোষ ধর, সাবেক সহ–সভাপতি দিলীপ দাশ, মাইকেল দে, চন্দন দাশ, সাবেক যুগ্ম–সম্পাদক কৃষ্ণ কান্তি দত্ত, আশুতোষ দে, লায়ন আশীষ কুমার ভট্টাচার্য্য, লায়ন তপন কান্তি দাশ, লায়ন দিলীপ কুমার ঘোষ, লায়ন শংকর সেনগুপ্ত, লায়ন রবিশংকর আচার্য্য, কাউন্সিলর জহরলাল হাজারী, সাবেক কর্মকর্তা আশীষ চৌধুরী, কাউন্সিলর পুলক খাস্তগীর, দেবাশীষ নাথ দেবু, শ্রীপ্রকাশ দাশ অসিত, কাউন্সিলর রুমকি সেনগুপ্ত, ডা. কথক দাশ, দেবাশীষ দাশগুপ্ত (বাবু), শিবু প্রসাদ দত্ত, পান্না পাল, সুভাষ চন্দ্র দাশ, মনোতোষ ঘোষ, অর্পণ কান্তি ব্যানার্জী, অরুন কান্তি চৌধুরী, বাবুল ঘোষ বাবুন, অরূপ রতন চক্রবত্তী, ঝুন্টু চৌধুরী, গৌতম পালিত টিকলু, অ্যাড. কাঞ্চন বিশ্বাস, রাজীব দত্ত রিংকু, রিটু দাশ বাবলু, হিল্লোল সেন উজ্জ্বল, প্রকৌশলী সুভাষ গুহ, গোপাল বিশ্বাস, প্রদীপ চৌধুরী টিংকু, বিপু ঘোষ বিলু, সুজিত দাশ, সজল দত্ত, পলাশ কান্তি নাথ রণী, প্রকৌশলী সনজিত বৈদ্য, ডা. বিজন কান্তি নাথ, লিটন কান্তি দত্ত, এস প্রকাশ পাল, দিপাল অনিন্দ্য পাল, সুকান্ত মহাজন টুটুল, রতন রায়, কানুরাম দে, শিপ্রা চৌধুরী, কবরী রক্ষিত, শিবু প্রসাদ চৌধুরী, ঊষা আচার্য্য, রাজীব মিত্র, চন্দন চক্রবর্তী, সন্তোষ ঘোষ, অসীম কুমার দে, রাধা রানী চৌধুরী, ঝর্ণা নন্দী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।