খাগড়াছড়ি রাঙামাটিতে ইউপিডিএফের আধাবেলা অবরোধ পালন

খাগড়াছড়ি প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৬ মে, ২০২৪ at ৬:৪৮ পূর্বাহ্ণ

খাগড়াছড়ি ও রাঙামাটি জেলায় ইউপিডিএফের ডাকে গতকাল বুধবার আধাবেলা সড়ক ও নৌপথ অবরোধ পালিত হয়েছে। আদালতের মাধ্যমে চিটাগাং হিল ট্র্যাক্টস রেগুলেশন ১৯০০ বাতিলসহ রাজাহেডম্যানকার্বারি পদবি বিলোপ এবং পাহাড়িদের প্রথাগত অধিকার হরণের ষড়যন্ত্রের প্রতিবাদে ইউপিডিএফ এই অবরোধ কর্মসূচি পালন করে। অবরোধে ভোর ৫টা থেকে খাগড়াছড়ি জেলা সদরের ফায়ার সার্ভিস এলাকা (খাগড়াছড়ি টু ঢাকাচট্টগ্রাম সড়ক), উপজেলা পরিষদ এলাকা (খাগড়াছড়িপানছড়ি সড়ক), শিবমন্দির এলাকা, গুইমারা উপজেলার খাগড়াছড়িচট্টগ্রাম সড়কের বাইল্যাছড়িজালিয়া পাড়া, মানিকছড়ি উপজেলার জামতলা এলাকায় খাগড়াছড়িচট্টগ্রাম সড়কে, রামগড় উপজেলায় খাগড়াছড়িঢাকা সড়ক এবং পানছড়ি, দীঘিনালা, মহালছড়ি, মাটিরাঙা ও লক্ষ্মীছড়ি উপজেলার বিভিন্ন সড়কে টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে সড়কে আগুন দিয়ে অবরোধ কর্মসূচি পালন করেন।

এর আগে গত সোমবার রাঙামাটি ও খাগড়াছড়ির বিভিন্ন স্থানে অনুষ্ঠিত বিক্ষোভ কর্মসূচি থেকে দলটি অবরোধ কর্মসূচির ঘোষণা দেয়। অবরোধের কারণে জেলা ও উপজেলাগুলোতে যান চলাচল বন্ধ ছিল। জেলা সদর থেকে দূরপাল্লার যানবাহন ছেড়ে যায়নি। অবরোধ চলাকালে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

এদিকে, ইউপিডিএফের খাগড়াছড়ি জেলা ইউনিটের সংগঠক অংগ্য মারমা ও রাঙামাটি জেলা ইউনিটের সংগঠক সচল চাকমা এক যুক্ত বিবৃতিতে অবরোধ কর্মসূচি সফল করায় বাসট্রাকলঞ্চসহ সকল যানবাহন ও পরিবহন মালিকশ্রমিক সমিতি ও সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনসাধারণকে ধন্যবাদ জানিয়েছেন।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর হাসান বলেন, অবরোধে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। জনগণের নিরাপত্তা আমরা সব ধরনের ব্যবস্থা নিয়েছি।

পূর্ববর্তী নিবন্ধঅভিযোগপত্রে বিমানের সাবেক এমডি কেভিনসহ ১৬ নাম
পরবর্তী নিবন্ধমনের কোণে স্বপ্ন বুনে বিশ্বকাপ অভিযানে বাংলাদেশ