লোভে পড়ে ৬০০ পিস সোনার কয়েন কিনে ঠকেছেন আব্দুল খালেক (৫৩) নামে এক প্রবাসী। তিনি লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কুমিরাঘোনা এলাকার মৃত আবুল কাশেমের পুত্র। গত সোমবার এ ঘটনায় অজ্ঞাতনামা ৩ প্রতারকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, অজ্ঞাতনামা প্রতারকরা ভুক্তভোগী প্রবাসীর মুঠোফোনে কল করে জানায়–তাদের কাছে ৬০০ পিস সোনার কয়েন আছে। প্রতারকরা অভিযোগকারীকে তাদের পার্টনার হিসেবে কাজ করতে বলেন। এক পর্যায়ে প্রতারকরা ৬০০ পিস সোনার কয়েন ৩ লাখ টাকায় বিক্রি করে দেয়ার কথা জানায়। এতে রাজি হয়ে ভুক্তভোগী প্রবাসী প্রতারকদের কাছ থেকে কয়েকগুলো কিনে বাড়িতে চলে আসেন। পরে চেক করে দেখতে পান কয়েনগুলো নকল। এরপর প্রতারকদের মুঠোফোনে যোগাযোগ করলে ফোন বন্ধ পাওয়া যায়।
লোহাগাড়া থানার ডিউটি অফিসার এসআই নাছিমা আক্তার জানান, নকল সোনার কয়েন কিনে প্রতারিত হওয়ায় এক প্রবাসী থানায় লিখিত অভিযোগ করেছেন। এই ব্যাপারে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।