দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে ভেসে উঠেছে অজ্ঞাত এক যুবকের লাশ। আজ শনিবার বিকালে নদীর রাউজান অংশের নোয়াপাড়া ইউনিয়নের কচুখাইন খোন্দকার পাড়া পয়ন্টে থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, শনিবার সকাল সাড়ে ১০ টাকায় লুঙ্গি ও শার্ট পরিহিত উপুড় অবস্থায় ৪০-৪৫ বছর বয়সী অজ্ঞাতনামা ওই যুবককে হালদা নদীর জোয়ারের পানিতে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
এ বিষয়ে জানতে চাইলে রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হোসেন বলেন, হালদা নদী থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। শরীরের কোথাও কোনো ধরনের আঘাতের চিহ্ন নেই জানিয়ে তিনি আরও বলেন, ‘ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) যাচাইকরণের মাধ্যমে পরিচয় সনাক্তের চেষ্টা করা হবে। একই সঙ্গে মৃত্যুর কারণ উদঘাটনের চেষ্টা করা হবে।’