ময়মনসিংহের নান্দাইল থানার আলোচিত হত্যা মামলার আসামি মো. ফরহাদ মিয়া খলিলকে সীতাকুণ্ড থেকে গ্রেপ্তার করেছে র্যাব–৭। আসামি ফরহাদ ময়মনসিংহের নান্দাইল ভাটিচারিয়া মৃত আ. জলিলের পুত্র। তিনি এনামুল হক হত্যা মামলার এজাহারনামীয় ২ নং পলাতক আসামি। হত্যার পর দীর্ঘদিন ধরে সীতাকুণ্ডে আত্মগোপনে ছিলেন তিনি।
র্যাব–৭ পাঠানো বিজ্ঞপ্তিতে জানা যায়, নিহত এনামুল হক এবং ধৃত আসামি মো. ফরহাদ মিয়া খলিল একই বংশের লোক এবং পাশাপাশি বাড়িতে বসবাস করতেন। তাদের মধ্যে জমি–জমা সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিন যাবত পারিবারিক বিরোধ চলে আসছিল। উক্ত বিরোধের জের ধরে গত ১৩ মার্চ ফরহাদের নেতৃত্বে ১২/১৫ জনের একটি দল অতর্কিতভাবে এনামুল হকের বসতবাড়িতে প্রবেশ করে। দেশীয় ধারালো অস্ত্র দিয়ে এনামুলে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। পরে তাকে উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। উক্ত হত্যার ঘটনায় ভিকটিমের ভাই বাদী হয়ে ময়মনসিংহ জেলার নন্দাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে র্যাব–৭ জানতে পারে উক্ত হত্যা মামলার আসামি ফরহাদ মিয়া খলিল সীতাকুণ্ড থানাধীন কদম রসুল বাজার এলাকায় অবস্থান করছে। গত ১৬ এপ্রিল দিবাগত রাতে ওই এলাকায় অভিযান চালিয়ে ফরহাদ মিয়া খলিলকে গ্রেপ্তার করে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে ময়মনসিংহ জেলার নান্দাইল মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।