চান্দগাঁও ৪ নম্বর ওয়ার্ড মৌলভী পুকুর পাড় এলাকায় সম্প্রতি অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া বসতঘর ও ব্যবসা প্রতিষ্ঠান দেখতে যান চট্টগ্রাম–৮ আসনের সংসদ সদস্য ও তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আবদুচ ছালাম। এসময় তিনি ক্ষতিগ্রস্ত বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান ঘুরে ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। তিনি সমবেতদের উদ্দেশে বলেন, সচেতনতার অভাব এবং অগ্নি নিরাপত্তাব্যবস্থা গ্রহণে অনীহার কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জনসচেতনতা সৃষ্টিতে ফায়ার সার্ভিস বিভিন্ন সময় পদক্ষেপ নিলেও জনগণ তা গ্রহণ করেন না। যার ফলে অগ্নিকাণ্ডে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়ে যায়। অগ্নিকাণ্ড প্রতিরোধে জনসচেতনতা কার্যক্রম জোরদার করতে হবে। বৈদ্যুতিক যন্ত্রপাতির নিরাপদ ব্যবহার নিশ্চিত করতে হবে। বিড়ি–সিগারেট বা মশার কয়েলের আগুন সম্পর্কে মানুষকে সতর্ক থাকতে হবে। বিশেষ করে ঘনবসতিপূর্ণ এলাকা, বস্তি, শিল্প–কলকারখানায় নিয়মিত মহড়া ও প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। সতর্কতাই পারে আগুনের ক্ষয়ক্ষতি থেকে আমাদের রক্ষা করতে। এসময় উপস্থিত ছিলেন ৪ নম্বর চান্দগাঁও ওয়ার্ড কাউন্সিলর এসরারুল হক, চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল কবির, আওয়ামী লীগ নেতা মো. সালাউদ্দিন, তসকির আহমেদ, সরোয়ার খান, শহীদুল্লাহ কায়সার, মো. হারুন, শওকত আলম, নুর মোহাম্মদ খোকন, মেসবাহ উদ্দিন মাইনু, শওকত আকবর রাশেদ, শাহ নেওয়াজ সাগর, জামাল উদ্দিন, লিয়াকত আলী চৌধুরী, হাসান মুরাদ জাবেদ, বাদশা চৌধুরী, এস এম মামুন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।