রোকসানার জন্য এলিজি

নজরুল জাহান | শুক্রবার , ২২ মার্চ, ২০২৪ at ৫:১২ পূর্বাহ্ণ

একটু হলেই বলতে তুমি,

চলে যাবো! চলে যাবো!

তারপরেও বলতে আমায়

কেমনে রাঁধবো কেমনে খাবো?

উপর থেকে দেখবে চেয়ে

ডাকলেই কি তোমায় পাবো?

জানি না গো ওইখানে কে?

ওইখানে কে তোমার?

একটি খোঁচায় বলে দিতে

সে নাকি নয় আমার!’

ওই খানে যে যেতে চাও

কে সে তোমার আছে?

তোমার কথায় মনে হয়

ডাকে তোমায় কাছে?

কে আছে গো বলো শুনি

ওই আকাশের গাছে?

শুনাও দেখি তাঁরই কথা

নাম কি কোনো আছে?

যাই! যাই!’ বলে বলে

সত্যি গেলে চলে!

পারি নি তো ধরে রাখতে

যাবার সময় হলে।

পূর্ববর্তী নিবন্ধপ্রিয় নিশি
পরবর্তী নিবন্ধপবিত্র মাহে রমজানুল মোবারক