ছায়ার সাথে হাঁটছি আমি
ভয় পাবো আর কিসে?
অথৈ জলে ঝাঁপ দিয়েছি
নীলের সাথে মিশে।
দিনের শেষে বিকেল বেলায়
লম্বা যখন ছায়া।
সাগর জলে দেখতে পেলাম
ছায়া বিহীন কায়া।
বালু তটে আছড়ে পড়ে
নীলচে রঙের ঢেউ।
সাগর বেলায় ঐ সময়ে
দৌড়ে আসে কেউ।
নির্জনতার দুয়ার খুলে
যেই নেমেছি জলে।
প্রিয় মানুষ বললো কথা
মনের দরজা খুলে।
সাগর দেখা শেষ হলো যেই
উঠছি ফিরতি রথে।
আনন্দ সব মুঠোয় নিয়ে
হাঁটছি বাড়ির পথে।