বাঁশখালীর জরাজীর্ণ রাস্তা সংস্কার করা হোক

| শনিবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৪ at ৯:১২ পূর্বাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালীর ২টি ইউনিয়নের লক্ষাধিক জনসাধারণের চলাচলের রাস্তার একেবারে বেহাল দশা। দ্বিমুখী বঙ্গোপসাগর ও শঙ্খ নদীবেষ্টিত উপকূলীয় এলাকা খ্যাত বাঁশখালীর খানখানাবাদ ও সাধনপুর ইউনিয়নের জরাজীর্ণ রাস্তাটি জনদুর্ভোগ কমাতে জরুরি ভিত্তিতে সংস্কার প্রয়োজন। এই ইউনিয়নদ্বয়ের লক্ষাধিক মানুষের যাত্রা পথের মধ্যে খানখানাবাদের প্রেমাশিয়া নয়াহাট থেকে সাধনপুর বাণীগ্রাম রাস্তার মাথা পর্যন্ত রাস্তাটির প্রায় ৪ কি. মি.। জরাজীর্ণ এই রাস্তায় প্রতিনিয়ত চট্টগ্রাম শহর, স্কুল কলেজ, মাদ্রাসা, রামদাশ মুন্সীর হাট, উপজেলা সদর হাসপাতালে কোমলমতি শিক্ষার্থী, পথচারী, মুমূর্ষু ও ডেলিভারি রোগী যাতায়তের একমাত্র মাধ্যম। বিশেষ করে রাস্তাটিতে বাঁশখালীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবস্থান হওয়াতে প্রতিনিয়ত হাজার হাজার শিক্ষার্থী যাতায়াত করতে হচ্ছে।

দীর্ঘদিনের বঞ্চনা ও যন্ত্রণার অভিশাপ থেকে মুক্তি পেতে বাণীগ্রাম রাস্তার মাথা থেকে চৌধুরীঘাট পর্যন্ত ৪ কি. মি. এবং ঈশ্বরবাবুর হাট হতে প্রেমাশিয়া নয়া হাট পর্যন্ত প্রায় ২ কি. মি. বিধ্বস্ত রাস্তাটি সংস্কারে স্থানীয় কর্তৃপক্ষের কোনও মাথা ব্যথা নেই, এমনকি স্থানীয় প্রশাসনের কোনও তৎপরতা পরিলক্ষিত হচ্ছে না। তবে বর্ষার পূর্বে জরুরি ভিত্তিতে সংস্কার প্রয়োজন বলে এলাকাবাসী মনে করেন।অবিলম্বে উক্ত এলাকার জনগুরুত্বপূর্ণ রাস্তাটি বিশেষ বিবেচনায় জরুরি ভিত্তিতে সংষ্কারের জন্য স্থানীয় নব নির্বাচিত সাংসদ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব, এলজি, আর, ডি মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষ সমীপে এলাকাবাসীর পক্ষ থেকে আকুল আবেদন জানাচ্ছি।

এস.এম. ফরিদুল আলম প্রেমাশিয়া, বাঁশখালী, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধমনীন্দ্রভূষণ গুপ্ত: চিত্রশিল্পী
পরবর্তী নিবন্ধছায়ার সাথে হাঁটছি আমি