না বাসলে ভালো,
তাকে ভালোবাসি কী করে?
গুরুত্বহীন করে যে,
তাকে গুরুত্ব দিই কী করে?
বুঝার চেষ্টা করে না যে,
তাকে বুঝি কী করে?
অবমূল্যায়ন করে যে,
তাকে মূল্যায়ন করি কী করে?
আমার ভালো–মন্দে
যার কিছু আসে যায় না,
তার ভালো–মন্দে
মনোযোগ আমার মানায় না!
আবেগ নিয়ে আজন্ম বাস আমার–
ক্ষণে ক্ষণে যখন সবার পরিবর্তন দেখেছি,
জীবন যে রঙিন নয়, ঠিক তখনই বুঝেছি!
সরলে চলেছি–কেবল আবেগ ছেড়েছি।
সকলের মুখবাক্য–ছেলেটা বদলেছে, বদলে গেছে!
কিন্তু, কেন, কেউ কি তা ভেবেছে?
বুঝতে চায় না কেউ, আসলে কি হয়েছে!
বরং ভাবুন–
জীবনের মানে বুঝতে শিখেছে!
বরং বলুন–
বদলে যেতে বাধ্য হয়েছে!
বরং বুঝুন–জীবনের অংক পাঠে ভুল খুঁজে নিয়েছে!