আমিই পরাধীন

উম্মে হাবীবা সূচনা | বৃহস্পতিবার , ২৬ অক্টোবর, ২০২৩ at ৮:০৬ পূর্বাহ্ণ

বহুদিন ধরে আমি পাথর হতে চেয়েছি

পাথর হতে পারছি নাতো কেনো আজও

নির্বাক হয়ে নিথর চোখে আমি দেখতে চেয়েছি সব

তবু চোখ কেঁপে উঠে দংশিত হৃদয়ের নিঃশব্দ চিৎকারে

জেগে উঠে বোধ আর জেগে উঠি ‘আমি’

অরুদ্ধ আকাশের তো স্বাধীনতা আছে

বিকশিত ফুলেদের স্বাধীনতা আছে

গতিময় তটীনীর স্বাধীনতা আছে

পিপিলিকার জীবনে স্বাধীনতা আছে

এমিবার ক্ষণপদে স্বাধীনতা আছে।

স্বাধীনতা আছে ভবঘুরে বাউলের,

স্বাধীনতা আছে গণিকার নির্বোধের

স্বাধীনতা বেঁচে থাকে পাখির, প্যাঁচার,

চোরের, খোরের কিংবা অধরা সিন্ডিকেটের,

কেবল আমিই পরাধীন!

পূর্ববর্তী নিবন্ধজীবনের হাতছানি
পরবর্তী নিবন্ধআমার হেমন্ত