আমার হেমন্ত

মাহমুদা মৌ | বৃহস্পতিবার , ২৬ অক্টোবর, ২০২৩ at ৮:০৭ পূর্বাহ্ণ

ফিরে এসেছে হেমন্ত

কখনো আকাশ হবে মেঘলা

কখনো নীল

প্রকৃতি হয়ে উঠবে ফুরফুরে সতেজ

চারদিকে দেখা যাবে

ফুলেদের উৎসব

মনোজগতে খেলে যাবে

সূক্ষ্ম সূক্ষ্ম অনুভব।

আমার সমস্ত ক্লান্তি দূর হবে

ভোরের শিউলি তলায় দাঁড়িয়ে।

শুধু আমার উদাসী মন ছুটে বেড়াবে

হলুদ রঙা সর্ষে ক্ষেতে

মধুপিয়াসী মৌমাছিরা

ফুলের রেণুতে

চুম্বনে কামনায় কাতর হয়ে পড়বে।

উড়ন্ত পাখিরা উড়ে বেড়াবে

সবুজ ধানের ক্ষেতে

কাঁচা ধান খুঁটে খাওয়ার জন্য।

আরো উড়ে বেড়াবে কত রঙের

ফড়িংয়ের ঝাঁক প্রজাপ্রতির দল

আমার আপন নীড়ের ব্যালকনিতে

গোলাপি অনন্ত লতা ফুল

নীরব মায়ায় জড়িয়ে ধরে

স্বতঃস্ফূর্ত মনে।

পূর্ববর্তী নিবন্ধআমিই পরাধীন
পরবর্তী নিবন্ধঅমীমাংসিত কাগজে নামহীন শহরে