জীবনের হাতছানি

মাইছুরা ইশফাত | বৃহস্পতিবার , ২৬ অক্টোবর, ২০২৩ at ৮:০৬ পূর্বাহ্ণ

যখন থেকে বুঝতে শিখেছি, বড় হতে চেয়েছি

স্কুল থেকে কলেজ, বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি

চাকরি, বিয়ে আর সন্তান

এভাবেই চেয়েছি জীবনের উত্থান।

বড় হতে চেয়েছি, বুড়ো হতে চাইনি

সন্তানের প্রতিষ্ঠা, ক্যারিয়ারের সাফল্য

উর্ধ্বশ্বাসে ছুটে চলা, একটি জমি অথবা বাড়ি

অর্জন করতে জীবনে দুদণ্ড অবসর পাইনি

জীবনে সুখের চেয়ে শান্তি বড় বুঝতে পারিনি

এমন কাঁচাপাকা চুল, অর্ধ্বভঙ্গ শরীর

তিরিক্ষি মেজাজ, দায়িত্বের বোঝা

এসব তো কখনো চাইনি।

প্রত্যাশার সাথে প্রাপ্তি মেলাতে মেলাতে

কখন যে মৃত্যুর দ্বারে পৌছেছি পারিনি বুঝতে

এখন আমি আর বড় হতে চাইনা

শৈশব, কৈশোর,

যৌবন ফেরত চাই।

না পাওয়ার আফসোস নয়,

জীবন উপভোগ করতে চাই

আমিতো বড় হতে চেয়েছিলাম,

মৃত্যু চাইনি।

পূর্ববর্তী নিবন্ধশিষ্টাচার
পরবর্তী নিবন্ধআমিই পরাধীন