শিষ্টাচার

মোহাম্মদ শামশুদ্দীন হেলাল | বৃহস্পতিবার , ২৬ অক্টোবর, ২০২৩ at ৮:০৫ পূর্বাহ্ণ

ভদ্র শালীন মার্জিত রূপ

শিষ্টাচারের নাম,

ঘরে বাইরে দূর প্রবাসে

সবখানে তাঁর দাম।

শিশুকালেই আসল সময়

শিষ্টাচার শেখার,

তখন সবার দৃষ্টি কাঁড়ে

স্বভাব স্বরূপ তাঁর।

পিতামাতা সবার সেরা

পরিবারেই বেশ,

জন্মপর্বে কেউ শেখেনা

শেখায় পরিবেশ।

মিষ্টভাষি সরল মানুষ

সবার প্রিয় হয়,

সৌজন্যবোধ ন্যায়পরায়ন

হৃদয় করে জয়।

স্বভাব শুভ্রে মানুষ সুন্দর

বাগান সুন্দর ফুলে,

মনুষ্যত্ব পরম ধর্ম

শিষ্টাচার তাঁর মূলে।

পূর্ববর্তী নিবন্ধএক গ্রাম্য ভূত
পরবর্তী নিবন্ধজীবনের হাতছানি