বাঁশখালী‌তে দেড়শ কেজি রং মেশানো মাছ ধ্বংস

ভ্রাম্যমাণ আদালতের অভিযান

বাঁশখালী‌ প্রতি‌নি‌ধি | মঙ্গলবার , ৩ অক্টোবর, ২০২৩ at ৮:৫৭ অপরাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালী উপ‌জেলার পুঁইছড়ি ইউনিয়নের নাপোড়া বাজারে ও শীলকূপ ইউনিয়নের টাইম বাজার ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ১৫০ কেজি রং মেশানো মাছ ধ্বংস, দোকানে মূল্য তালিকা না রাখা, অধিক মূল্যে পণ্য বিক্রয়সহ বিভিন্ন অপরাধে ব্যবসায়ীদের বিরুদ্ধে ছয়টি মামলায় ২০ হাজার টাকা জরিমানা আদায় ক‌রা হয়েছে।

আজ মঙ্গলবার (৩ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত ভ্রাম্যমাণ আদাল‌তে অভিযান পরিচালনা করেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার।

এ সময় তিনি বাজার মনিটর করে দোকানে মূল্য তালিকা না রাখা, অধিক মূল্যে পণ্য বিক্রয়সহ বিভিন্ন অপরাধে ব্যবসায়ীদের বিরুদ্ধে ছয়টি মামলায় ২০ হাজার টাকা জরিমানা করে, রং মেশানো মাছ জব্দ করে পরে ধ্বংস করা হয়েছে।

এছাড়া বিভিন্ন অপরাধে জড়িত ব্যবসায়ীদের জরিমানাসহ সতর্ক করা হয়েছে ব‌লে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার।

পূর্ববর্তী নিবন্ধভিসা ছাড়াই ওমরাহ করতে পারবেন বাংলাদেশিরা
পরবর্তী নিবন্ধকক্সবাজারে শেষ হলো সপ্তাহব্যাপী বিচ কার্নিভাল