আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি পরীক্ষার ৩নং পাঁচলাইশ ওয়ার্ড জোন, ৫নং মোহরা ওয়ার্ড জোন ও ৭নং পশ্চিম ষোলশহর ওয়ার্ড জোনের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার বিতরন গতকাল শনিবার স্থানীয় কনভেনশন হলে অনুষ্ঠিত হয় ।
আবু সাদাত মোহাম্মদ সায়েমের সভাপতিত্বে ও কাযি রোকনুজ্জামান মোহাম্মদ আকতার হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনী। তিনি বলেন, ইসলামী শিক্ষা প্রসারে বিশেষ করে ইসলামের সঠিক আকিদ্বা প্রচারে আল্লামা হাশেমী অবদান অপরিসীম। তাঁর নামে প্রতিষ্ঠত আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি শিক্ষার্থীদের নৈতিক চরিত্র গঠনে ব্যাপক ভূমিকা রাখছে। প্রধান আলোচক ছিলেন কাযি মুহাম্মদ আবুল ফোরকান হাশেমী। উদ্বোধক ছিলেন বিজিএমইএর সাবেক সহ সভাপতি মোহাম্মদ ফেরদৌস।
বিশেষ অতিথি ছিলেন বায়েজিদ থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোহম্মদ মইনুদ্দিন, মোহাম্মদ সেলিম রনি, আবদুল্লাহ আল মামুন, সরকারি ড. মোজাহেরুল আলম। বিশেষ বক্তা ছিলেন শাহজাদা কাযি মুহাম্মদ বাহাউদ্দীন হাশেমী, মইননুদ্দিন সমরকন্দি, শামীম আরা খানম, শিক্ষক নাছিমা আকতার, প্রকৌশনী মোহাম্মদ কবির, মোহাম্মদ এরশাদ আলম, মোহাম্মদ ফারুক, মোহাম্মদ ইমরান, আবদুল কাদের, সাইফুল আলম রেজভি, মোহাম্মদ মাসুম, নুরুল হুদা, আবু তৈয়ব সোহেল, মোহাম্মদ লোকমান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।










